রাজধানীতে র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে নিহত ১

রাজধানীর হাতিরপুলে র‌্যাবের গুলিতে এক ছিনতাইকারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন হাসান নামে অপর একজন।

মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম-শুসান মিত্র।

র‌্যাব-৩ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে হাতিরপুল স্ট্যান্ডপ্লাজার সামনে মোটরসাইকেলে করে তিন ছিনতাইকারী একটি ব্যাগ ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় র‌্যাব-৩ এর সদস্যরা তাদের প্রতিরোধ করলে তারা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে দু’জনই গুলিবিদ্ধ হয়। ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পর ডাক্তার একজনকে মৃত ঘোষণা করেন।

এ সময় ঘটনাস্থল থেকে ছিনতাই হওয়া ব্যাগ, ছিনতাকারীদের ব্যবহৃত মোটরসাইকেল ও অস্ত্র উদ্ধার করে র‌্যাব।

আজকের বাজার/এমএইচ