রাজধানীর শনির আখড়ায় লেগুনা থেকে ছিটকে পড়ে ইডেন কলেজের এক ছাত্রী নিহত হয়েছেন। সোমবার, ৩০ এপ্রিল দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ওই ছাত্রীর নাম নুসরাত জাহান ঝুমা (১৯)। ঝুমা কুমিল্লার মুরাদনগর উপজেলার মৃত আবুল হোসেনের মেয়ে। তিনি ঢাকায় দনিয়ার নূরপুর এলাকায় থাকতেন।
জানা যায়, সোমবার দুপুরে ক্লাস শেষে লেগুনায় করে বাসায় ফিরছিলেন ঝুমা। পথিমধ্যে দনিয়া বাসস্ট্যান্ড এলাকায় লেগুনা থেকে ছিটকে সড়কে পড়ে যান তিনি। গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝুমার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক এসআই বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
আজকের বাজার/একেএ/