রাজধানীতে লোহা গলানোর সময় দগ্ধ ৭

রাজধানীর কদমতলীতে একটি কারখানায় লোহা গলানোর সময় আগুনের ফুলকিতে সাত শ্রমিক দগ্ধ হয়েছেন।

রোববার ভোরে কামাল স্টিল মিলস লিমিটেডের কারখানায় এ ঘটনা ঘটে।

দগ্ধকরা হলেন- রাসেল (৩২), রেদওয়ান (২৫), সিফাত (২৮), সোহাগ (২৬) বাবর (৩৫), দুলাল (৩০) ও (২৭) সুজন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের এএসআই আব্দুল খান বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, দগ্ধদের মধ্যে বাবরের শরীরের ৬ শতাংশ, দুলালের ১০ শতাংশ, সুজনের ১৯ শতাংশ অংশ পুড়ে গেছে। তাদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বাকি চারজন সামান্য দগ্ধ হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

কারখানার সুপারভাইজর সনজিৎ মণ্ডল জানান, তারা নাইট ডিউটি করছিলেন। হঠাৎ আগুনের ফুলকি তাদের শরীরে লাগে। তখনই তাদের ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়।

আজকের বাজার/এমএইচ