রাজধানীর খিলগাঁও এলাকার ৯ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় মানিক (২৬) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই রায়ে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাস কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
বুধবার (৮ আগস্ট) ঢাকার তিন নম্বর নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক জয়শ্রী সমাদ্দার এই রায় দেন।
২০১৩ সালের ২২ জানুয়ারি সন্ধ্যায় সাড়ে ৬টায় ভুক্তভোগী শিশু একা বাসায় থাকার সুযোগে আসামি মানিক মুখ বেঁধে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। এ ঘটনায় আসামির বিরুদ্ধে খিলগাঁও থানায় ধর্ষণের মামলা দায়ের করা হয়।
২০১৩ সালের ১ এপ্রিল এই মামলায় খিলগাঁও থানা পুলিশ অভিযোগপত্র দাখিল করে। একই বছরের ২৪ জুলাই আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে। অভিযোগপত্রে উল্লিখিত ১১ জন সাক্ষীর মধ্যে ৮ জনের সাক্ষ গ্রহণ করে আসামির বিরুদ্ধে এই রায় দেয়া হলো।
আজকের বাজার/একেএ