রাজধানীর মিরপুরে একটি পোশাক কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
ঢামেকের কর্তব্যরত চিকিৎসক আহত এক ব্যক্তির বরাত দিয়ে জানান, সকাল ৮টার দিকে কাজ শুরুর পর ‘অপেক্স’ কারখানায় সিলিন্ডারে গ্যাস ভরার সময় সেটি বিস্ফোরিত হয়। এসময় সেখানে ছিলেন তারা চার কর্মী। সবাই-ই আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসতক বলেণ, আহতদের চিকিৎসা চলছে। কিন্তু তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
আজকের বাজার/এমএইচ