রাজধানীর উত্তরায় হাবিবা আক্তার নাহার (১৩) নামে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে। সে উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ইংরেজি মাধ্যমে লেখাপড়া করতো।
সোমবার ১৫ মে বেলা সোয়া ১১টার দিকে উত্তরার ৯ নম্বর সেক্টরের ৩-এর এফ সড়কের ২৭ নম্বরের নিজ বাসায় সে আত্মহত্যা করে।
নিহত ছাত্রী কুমিল্লা জেলার ভাঙ্গরা থানাধীন হায়দারাবাদ নামক এলাকার নওয়াব মিয়ার মেয়ে। উত্তরার ওই বাসায় বাবা-মায়ের সঙ্গে থাকত সে।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার এসআই আল আমিন জানান, বাবা-মায়ের সঙ্গে অভিমান করে নিজ ঘরের ফ্যানের সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস দেয় সে। পরবর্তীতে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশের সুরতহাল করা হয়েছে।
অভিমানের কারণ জানতে চাইলে এসআই আল আমিন তিনি বলেন, সকালে পড়াশুনা করেনি কেন, স্কুলে যায়নি কেন- তা জিজ্ঞেস করায় অভিমান করে আত্মহত্যা করেছে। নিহতের রুমের ভেতরে ‘আমি ভালো বন্ধু হতে পারিনি, ভাল বোন হতে পারিনি, ভাল সন্তান হতে পারিনি’ লেখা ছিল।
আজকের বাজার: আরআর/ ১৫ মে ২০১৭