রাজধানীর কামরাঙ্গীরচরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে পাষণ্ড স্বামী সোহরাব হোসেন।
রোববার (১০ জুন) সকাল ৭টার দিকে কামরাঙ্গীরচরের রনি মার্কেটের পিছনে আলোর স্কুল সংলগ্ন ১ নং গলিতে এ ঘটনা ঘটে।
নিহতের নাম পিয়ারা বেগম (৩৩)। পিয়ারার গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাটি গ্রামে।
নিহতের ছেলে শফিকুল ইসলাম হাওলাদার জানান, সকালে মা-বাবা ঝগড়া করছিলেন। এর এক পর্যায়ে বাবা ধরালো বটি দিয়ে মায়ের গলা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। পরে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে আনলে সকাল সাড়ে আটটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
আজকের বাজার/একেএ