রাজধানীর রামপুরা থানাধীন বনশ্রী আবাসিক এলাকায় এক নারীকে তার স্বামী শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (২৫ জুলাই) দিবাগত রাতে ওই এলাকার জি ব্লকের একটি বাড়ির ছয়তলায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম জুলেখা আক্তার (৪২)। জুলেখার ১৩ বছর বয়সী সন্তান পুলিশ হেফাজতে আছে।
বৃহস্পতিবার (২৬ জুলাই) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তেরর জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা জানান, জুলেখার গলায় দাগ দেখা গেছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এই ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন।
বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।
আজকের বাজার/একেএ