রাজধানীর যাত্রবাড়ি এলাকায় স্বামীকে হত্যার পর স্ত্রী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (১৭ আগস্ট) পারিবারিক কলহের জের ধরে স্ত্রী জোসনা (৩২) তার স্বামী স্বপনকে ছুরিকাঘাতে হত্যার পর গলায় ফাঁস দিযে নিজে আত্মহত্যা করেছে।
তারা যাত্রবাড়ির গোপালবাগ এলাকার একটি বাসা ভাড়া নিয়ে থাকতো। তাদের দুই শিশু সন্তান রয়েছে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী জানান, স্বামীর পরকীয়ার ঘটনা নিয়ে তাদের মধ্যে প্রায়ই দাম্পত্য কলহ লেগে থাকতো।
তিনি আরও জানান, বৃহস্পতিবার রাতেও তাদের মধ্য ঝগড়া শুরু হয়। স্ত্রী জোসনা তাদের দুই শিশু সন্তানকে খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে ঘুম পাড়িয়ে দেয়। পরবর্তীতে একটি ধারালো অস্ত্রের সাহায্যে স্বামীর গলা এবং কাঁধে আঘাত করে নিজে সিলিং ফ্যানের সাথে শাড়ি দিয়ে পেঁচিয়ে আত্মহত্যা করে।
এদিকে, স্বজনেরা দরজা ভেঙে জোসনাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
ওসি জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্বামী সাঈদ ও দুই সন্তানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজকের বাজার/এমএইচ