রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

রোববার (২২ জুলাই) সকাল ১০টায় পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জজ আদালত এলাকায় এই মিছিল করে সংগঠনের নেতাকর্মীরা।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সরদার মো. নুরুজ্জামান জানান, মিছিলটি জজ আদালতের সামনের সড়ক থেকে কবি নজরুল কলেজ পর্যন্ত পৌঁছালে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে কয়েকজন আহত হন।

তিনি আরও জানান, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সাদরেজ জামানের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি রফিক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক স্বাদ মোর্সেদ পাপ্পা ছাড়াও জিলন, মহিউদ্দিন লোবান, রফিকুল ইসলাম, আলাউদ্দিন জুয়েল, সায়েমসহ ২শতাধিক নেতাকর্মী অংশ নেন।

আজকের বাজার/আরআইএস