রাজধানীর বাটা সিগন্যাল মোড়ে শনিবার সকালে দুই প্রাইভেট গাড়ির সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার পরিবারের আরও পাঁচ সদস্য।
নিহত ফুলবিবি (৫৫) আবুল কালামের স্ত্রী। স্বামীর চিকিৎসার জন্য পরিবারের সদস্যদের নিয়ে বরিশাল থেকে ঢাকায় এসেছিলেন তিনি।
নিউমার্কেট থানার উপ-পরিদর্শক কাজী শাকিল জানান, সকাল সাড়ে ৭টার দিকে অ্যাপভিত্তিক পরিবহন সেবা উবারের গাড়িতে চড়ে সদরঘাট থেকে ধানমন্ডি যাচ্ছিলেন ওই পরিবারের ছয়জন সদস্য। হঠাৎ আরেকটি প্রাইভেট গাড়ির সঙ্গে উবারের গাড়িটির সংঘর্ষে ছয়জন আরোহীই আহত হয়।
পরে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফুলবিবিকে মৃত ঘোষণা করেন।
আজকের বাজার/এমএইচ