রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকায় কর্মস্থলে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় দেলোয়ার হোসেন কোতয়াল (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, আজ শনিবার সকাল পৌনে ৭টার দিকে এলিফ্যান্ট রোডস্থ বাটা সিগন্যাল ক্রসিংয়ে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম বাসসকে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত দেলোয়ার সকালে এলিফ্যান্ট রোডের বাসা থেকে কর্মস্থলে যাচ্ছিলেন। বাটা সিগন্যাল ক্রসিংয়ে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী কোন যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান। ঘাতক পরিবহনটি শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।
ঢাকা মেডিকেল সংবাদদাতা জানান, গাড়ী চাপায় নিহত দেলোয়ার চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের নজরুল কোতয়ালের ছেলে। তিনি (দেলোয়ার) এলিফ্যান্ট রোডের এসকে গলির একটি ভাড়া বাসায় থাকতেন এবং স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট এলিফ্যান্ট রোড শাখায় কাজ করতেন। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান