রাজধানীর ভাটারা যমুনা ফিউচার পার্কের সামনে ট্রাকচাপায় এক যুবক নিহত হয়েছে।
নিহতের নাম মো. রিপন (১৮)।
বুধবার দিবাগত রাত পৌনে দু’টার দিকে ভাটারা ফ্লাইওভারের ঢালে যমুনা ফিউচার পার্কের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাকের ধাক্কায় রিপন গুরুতর হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেয়া হলে রাত সাড়ে তিনটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘাষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি জানান, রিপন ঢাকা জেলার ধামরাই উপজেলার ডাউটিয়া গ্রামের আনসার আলীর পুত্র।