রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

রাজধানীতে এক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও কয়েকজন।

মঙ্গলবার (১৭ জুলাই) সকালে মিরপুরের বিরুলিয়া বেড়িবাঁধে বাস-লেগুনার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ২ জন হচ্ছেন লেগুনা চালক হান্নান (২২) ও তাওহীদ (১০)।

তবে নিহত অপরজনের নাম-পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় গুরুতর আহত তাওহীদের বাবা মুক্তার হোসেন মিরপুর সেলিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. শাহ-আলম জানান, মঙ্গলবার সকালে বেড়িবাঁধ এলাকায় ‘মায়ের দোয়া’ পরিবহনের একটি বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষ হয়। আহতদের তাৎক্ষণিক উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

এদের মধ্যে ৩ জনকে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আজকের বাজার/একেএ