ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন জানিয়েছেন, রাজধানীতে ছয়টি কোম্পানির আওতায় ২২টি রুটে ছয় রঙের গণপরিবহন চালানো হবে। ২০২০ সালে মুজিব বর্ষের উপহার হিসেবে এটি বাস্তবায়ন করার কথা জানান তিনি।
বুধবার বিকালে ডিএসসিসি নগর ভবনে গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে গঠিত টাস্কফোর্স কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে ডিএসসিসি’র মেয়র সাংবাদিকদের বলেন, ‘বৈঠকে রাজধানীতে গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ছয়টি কোম্পানির মাধ্যমে ২২টি রুটে বাস চলাচল কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে ঢাকা এবং এর আশপাশের এলাকাগুলোতে গণপরিবহনের শৃঙ্খলা ফিরবে। ২০২০ সালের ডিসেম্বরের মধ্যেই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।’
সাঈদ খোকন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২০ সালকে মুজিব বর্ষ ঘোষণা করেছেন। তাই অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে, আমাদের এ সফলতা কিংবা পরিবহনের শৃঙ্খলা কার্যক্রম মুজিব বর্ষের মধ্যে বাস্তবায়ন করে জনগণকে উপহার দেবো।’
‘রাজধানীতে গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ছয় কোম্পানির মাধ্যমে ২২ রুটে বাস চলাচল শুরু করতে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে রাজধানী ও আশপাশের এলাকায় গণপরিবহনের শৃঙ্খলা আসবে। আর এটি আগামী বছরের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন হবে। ছয় বাস কোম্পানিকে গোলাপি, কমলা, সবুজ, বেগুনি, মেরুন এবং নীল রঙের মাধ্যমে পরিচালনা করা হবে।’
এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘ছয় কোম্পানি দ্বারা পরিচালিত বাসগুলো হবে বিভিন্ন রঙের। একেক রঙের বাস চলবে একেক রুটে; যে কারণে বিশৃঙ্খলা হবে না।’
এ ছাড়া গুলিস্তান-সদরঘাট হয়ে যাত্রাবাড়ী পর্যন্ত চক্রাকার বাস চালুর সম্ভাব্যতা যাচাই করে দেখা হবে বলে জানান মেয়র। পাশাপাশি রমজানে যানজটের কারণে জনগণের ভোগান্তি পোহাতে যেন না হয়, সে জন্য কমিটি কিছু সিদ্ধান্ত নিয়েছে।
জলাবদ্ধতার বিষয়ে এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘এবার জলাবদ্ধতা হলেও তা আগের চেয়ে অনেক কম হবে। তবুও সেটুকু নিরসনে কাজ করছি।’
সভায় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর এসডিজিবিষয়ক সচিব আবুল কালাম আজাদ, স্থানীয় সরকার সচিব শফিকুল ইসলাম, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম, বিআরটিসি চেয়ারম্যান ফরিদ উদ্দিন, বিআরটিএ চেয়ারম্যান মশিউর রহমান, পুলিশের অতিরিক্ত কমিশনার মীর রেজাউল আলম, পরিবহন সমিতির নেতা, ডিটিসিএ নির্বাহী পরিচালক রকিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
আজকের বাজার/এমএইচ