রাজধানীতে ২ কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ আসামি রিমান্ডে

রাজধানীর কদমতলীতে দুই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিন আসামির ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। আসামিরা হলেন-রানা ব্যাপারী, সোহেল ব্যাপারী ও আক্তার আলী। এর আগে কদমতলী থানার পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মাহাবুব আলম সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। রবিবার তিন আসামিকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানা পুলিশ।

ধর্ষণের শিকার দুই কিশোরী ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক)হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে(ওসিসি)ভর্তি আছে। শনিবার সন্ধ্যায় কদমতলীর বাসায় ১৫ বছরের এক কিশোরীকে বাবা-মা বাসায় রেখে বাইরে যান। তার সাথে ১৩ বছরের আরেক কিশোরী ছিল। রাত ১১টার দিকে অভিযুক্ত তিনজন ওই বাসায় ঢুকে দুই কিশোরীকে হাত-পা বেঁধে ভোর ৫টা পর্যন্ত ধর্ষণ করেন। ভুক্তভোগী দুই কিশোরী পরদিন সকালে বিষয়টি স্বজনদের জানায়। এ ঘটনায় এক কিশোরীর ভাবি বাদী হয়ে কদমতলী থানায় মামলা দায়ের করেন। সূত্র-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান