রাজধানীতে ২ লাখ ইয়াবাসহ ৬ বিক্রেতা আটক

টেকনাফের অন্যতম মাদক বিক্রেতা জহির অাহম্মেদসহ ৬ মাদক বিক্রেতাকে রাজধানী ঢাকা থেকে আটক করেছে পুলিশের এলিটফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (১৫ আগষ্ট) দিনগত রাতে রাজধানীর এ্যালিফ্যান্ট রোড এলাকা থেকে র‌্যাব-২ ব্যাটালিয়নের একটি দল তাদের আটক করে।

র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করে জানান, আটকের সময় তাদের কাছ থেকে ২ লাখ ৭ হাজার ১০০ পিস ইয়াবা ও নগদ ১৬ লাখ ৬৪ হজার একশ টাকা জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ আগষ্ট) দুপুর ১২টায় কারওয়ানবাজারস্থ র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

আজকের বাজার/এমএইচ