রাজধানীতে ৩টি অবৈধ পানির কারখানা বন্ধ

রাজধানীর তেজগাঁও এলাকায় বিএসটিআই ও র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৩টি অবৈধ পানির কারখানা বন্ধ করে দিয়েছেন। এসময় ২টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা এবং ১ জনকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার সকালে শুরু হওয়া বিএসটিআই ও র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে নেতৃত্ব দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

সকালে তেজগাঁওয়ের ৫১/এ দক্ষিণ কুনি পাড়ার ফিউচার ফুড বেভারেজ নামে একটি কারখানায় যায় ভ্রাম্যমাণ আদালত। সেখানে কোনো অনুমতি ছাড়া ওয়াসার লাইন থেকে পানি নিয়ে পরিশোধন ছাড়া জারে ভরে বিক্রি করা হচ্ছিল। অবৈধভাবে অপরিশোধিত পানি বাজারজাত করার অপরাধে ওই প্রতিষ্ঠানের মালিক আব্বাস উদ্দিন দীপুকে ছয় মাসের কারাদণ্ডের সঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয় আদালত।

গভীর নলকূপ থেকে পানি জারে ভরে বিক্রি করায় একই অপরাধে কুনিপাড়ার জাহাঙ্গীর ট্রেড ইন্টারন্যাশনালের মালিক মো. জাহাঙ্গীরুল ইসলাম এবং মাহমুদ হাসান মাসুদকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

পূর্ব নাখালপাড়ার কোল্ড এভারেস্ট নামে কারখানারও অনুমোদন নেই। এই কারখানায়ও নোংরা পরিবেশে অপরিশোধিত পানি জারে ভরে বিক্রি করা হচ্ছিল। এ কারণে কারখানাটির মালিক এফ এম নাসির উদ্দিনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।

আজকের বাজার/একেএ