রাজধানীতে ৩২ লাখ জাল টাকাসহ গ্রেপ্তার ৪

রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড থেকে ৩২ লাখ জাল টাকাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (১৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে কল্যাণপুর বাসস্ট্যান্ডের একটি দোকান থেকে জাল নোটসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন_ জসিম মোড়ল (৩০), আবদুল জলিল (২৮), সাগর ওরফে রিপন দাশ (৩০) ও জালাল উদ্দিন (২৮)।

মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. ওয়াহেদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কল্যাণপুর বাস স্ট্যান্ডে অভিযান চালায় ডিবির (পশ্চিম) অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিম। অভিযানকালে বাসস্ট্যান্ডের মোক্তার হোসেনের চায়ের দোকানের সামনে থেকে জাল টাকাসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাবাদে জানায়, তারা প্রায় ছয় বছর ধরে বাংলাদেশসহ বিভিন্ন দেশের জাল মুদ্রা তৈরি করে বাজারে ছেড়ে আসছিলেন। গ্রেপ্তার চার ব্যক্তির বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা হয়েছে।

আজকের বাজার/এমএইচ