রাজধানীর পৃথক স্থানে বৃহস্পতিবার ছয়টি বাসে আগুন দেয়া হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল আহমেদ জানান, দুপুর ১২টা ৩৫ মিনিট থেকে আড়াইটা মধ্যে শাহবাগ, জিরো পয়েন্ট, জাতীয় প্রেস ক্লাব, মতিঝিল, নয়াবাজার ও খিলগাঁও এলাকায় ছয়টি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
খবর পেয়ে দমকল কর্মীরা আগুন নিভিয়েছেন বলে তিনি জানান। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (জনসংযোগ) ওয়ালিদ হোসেন বলেন, ঢাকা-১৮ আসন উপনির্বাচন উপলক্ষে দুর্বৃত্তরা বাসগুলোতে আগুন দিতে পারে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান