রাজধানীতে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

রাজধানীর হাজারীবাগের কালুনগরে রবিবার সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ১৬ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে ভুক্তভোগী শিশুকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়।

শিশুর মা জানায়, ১৬ বছর বয়সী কিশোর তার মেয়েকে ফুসলিয়ে বাসায় নিয়ে ধর্ষণ করে। বাসায় ফিরলে শিশুটির অসুস্থ হওয়ার কারণ জানতে চাইলে সে ঘটনা জানায়। পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) মহাসিন আলী বলেন, ধর্ষণের ঘটনায় একটি মামলা হয়েছে এবং অভিযুক্ত কিশোরকে পুলিশ গ্রেপ্তার করেছে। খবর-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান