রাজধানীত আগুনে পুড়ল বিআরটিসির বাস

রাজধানীতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন বিআরটিসির বাস ডিপোতে আগুন লেগে দশটি দ্বিতল বাস পুড়ে গেছে।

শুক্রবার (৮ জুন) মধ্যরাতে এ ঘটনা ঘটে। ভয়াবহ এই আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে আরো কয়েকটি বাস।

রাত দেড়টার দিকে বিআরটিসির বাস ডিপোতে হঠাৎ করেই আগুন লাগে। ভয়াবহ আগুনে মুহুর্তের মধ্যেই পুড়ে যায় ডাবল ডেকারসহ অন্তত দশটি বাস।

ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের ডেপুটি এ্যাসিটেন্ট ডিরেক্টর সালেহ্ উদ্দিন বলেন, ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। তবে কি কারণে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।

তবে ঈদের আগে বাস পুড়ে যাওয়ার ঘটনায় যাত্রী পরিবহণে কোন সমস্যা হবে না বলে জানিয়েছে বিআরটিসির চেয়ারম্যান ফরিদ উদ্দিন আহমদ।

আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস ও বিআরটিসি কর্তৃপক্ষ।

আরজেড/