রাজধানীত আর্জেন্টিনার জয়ে সমর্থকদের আনন্দ মিছিল

রাজধানীর বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল করেছে আর্জেন্টিনার সমর্থকরা। খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পতাকা হাতে স্লোগানে স্লোগানে মুখর হয় রাজধানীর বিভিন্ন এলাকা।

প্রথমে কিছুটা শঙ্কা থাকলেও খেলা শুরু হওয়ার পর থেকেই উন্মাদনা বাড়তে থাকে আর্জেনটাইন ভক্তদের। প্রথম ১৪ মিনিটের মাথায় মেসির গোলে প্রাণ সঞ্চার করে মেসি ভক্তদের।

এর আগে ঘর ছেড়ে রাজধানীর সড়কে বড় পর্দায় উন্মাদনা নিয়ে খেলা দেখতে ভিড় করেন মেসি ভক্তরা। ছুটে আসেন অন্য দল সমর্থকরাও। জমে ওঠে সড়ক পথের দর্শক গ্যালারী।

খেলার মাঝপথে বিরতির পর নাইজেরিয়ার গোলে দর্শকদের উন্মাদনা কিছুটা কমে এলেও পরক্ষণে ৮৬ মিনিটে রোহোর গোলে উন্মাদনা বাড়ে কয়েকগুণ। এরপর শুধুই উল্লাস। সড়ক আর গলি পথ ছেয়ে যায় জয়ের উৎসবে।

আরজেড/