রাজধানীতে ইয়াবা-হেরোইনসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

রাজধানীতে ইয়াবা ও হেরোইনসহ মো. জয়নাল (৫২) ও তার স্ত্রী মোছা. নাজমা বেগমকে (৩৮) গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (২৭ জুন) রাতে তুরাগের বাউনিয়া বটতলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাউনিয়া বটতলার আক্তার হোসেনের চায়ের দোকানের সামনের পাকা রাস্তার উপর থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা তুরাগ, উত্তরাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে থাকে।

গ্রেফতারের সময় জয়নালের কাছ থেকে ৪৮০ গ্রাম বাদামি রঙের পাউডার ও ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং তার স্ত্রী নাজমা বেগমের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তুরাগ থানায় মামলা করা হয়েছে।

আরজেড/