রাজধানীর উত্তর বারিধারা মডেল টাউনে একটি বাড়ি থেকে গারো সম্প্রদায়ের ২ নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রাজধানীর উত্তর বারিধা মডেল টাউনে এ বাড়িতে প্রায় ১৭ মাস ধরে এই বহুতল ভবনের চারতলায় দুটি কক্ষ ভাড়া নিয়ে স্বামী-সন্তানসহ বাস করতেন সুজাতা চিরান ও তার মা বেসেত চিরান।
মঙ্গলবার সন্ধ্যায় সুজাতার বড় মেয়ের জামাই পেলেস্তা দারিং ফ্ল্যাটে ফিরে দরজা বাইরে থেকে বন্ধ দেখতে পান। পরে ভেতরে ঢুকে বিছানার উপর সুজাতার মরদেহ পরে থাকতে দেখে প্রতিবেশীদের খবর দেন তিনি। এসময় আরেকটি কক্ষের বিছানার নিচে পাওয়া যায় সুজাতার মা বেসেত চিরানের মরদেহ।
পরে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।প্রাথমিকভাবে এই হত্যাকাণ্ড পরিকল্পিত বলে ধারণা করছে পুলিশ।
এর আগে বিকেলে সুজাতা চিরানের ভাগ্নেসহ চারজন যুবক বাসায় ঢুকে সন্ধ্যার আগেই বাসা থেকে বের হয়ে যায় বলে জানায় সুজাতার স্বজনরা। ভবনটির সিসি টিভি ক্যামেরার ফুটেজ ও ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে পুলিশ।
নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান গুলশান থানার উপ-কমিশনার মোস্তাক আহমেদ।
আজকের বাজার/আরজেড