রাজধানীর এমএল টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১টি ইউনিট

রাজধানীর ওয়াপদা রোডের এমএল টাওয়ারে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুরে এ আগুন লাগে। সর্বশেষ পাওয়া তথ্য মতে, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশিষ বিশ্বাস আজকেরবাজারকে জানান, রামপুরার ওয়াপদা এলাকার একটি ১২ তলা ভবনের ৬ তলায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ভবনের ৬ তলা থেকে প্রচুর ধোঁয়া বের হচ্ছে।

তবে এ ঘটনায় হতাহত বা আটকে পড়ার কোনো তথ্য জানাতে পারেননি তিনি।

এস/