রাজধানীর খিলক্ষেতে গাড়ির চাপায় শিশুসহ ৩ জন নিহত

রাজধানীর খিলক্ষেতে নিয়ন্ত্রণ হারানো একটি জিপের ধাক্কায় শিশুসহ তিনজন নিহত হয়েছে।
বুধবার রাত ৯টার দিকে খিলক্ষেত কাঁচাবাজার সংলগ্ন যাত্রী ছাউনিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে: ইয়াসিন (৯) ও উজ্জ্বল পান্ডে (২৬) ও আরমিনা (২৭)। এ সময় আহত হয়েছেন ইয়াসিনের বাবা মো. সুমন (৩৫)।
নিহত তিনজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এছাড়া আহতদের ঢামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খিলক্ষেত থানার এএসআই মো. আলতাফ হোসেন বাসস’কে এ তথ্য জানান।
তিনি বলেন, ল্যান্ড ক্রুজার প্রাডো জিপ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী ছাউনিতে থাকা পথচারীদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় ইয়াসিন নামে এক শিশু। এ সময় আহত হয়েছেন ইয়াসিনের বাবা মো. সুমন (৩৫)।
আহতদের প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
জিপ গাড়িটি জব্দ করা হলেও তার চালক পালিয়েছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, খিলক্ষেত থেকে তিনজনকে আহত অবস্থায় ঢামেকে নিয়ে আসা হয়। এদের মধ্যে উজ্জল নামে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে আহত আরমিনাও চিকিৎসাধীন অবস্থায় ১২টার পর মারা যান এবং সুমন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশংকাজনক।