রাজধানীর গুলশান-২ এর কালাচাঁদপুর এলাকায় একটি ভাড়া বাসা থেকে আদিবাসী এক মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্বজনরা জানান, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বেচেথ চিরানের বড় বোনের ছেলে সঞ্জিব চিরান তার তিন বন্ধু নিয়ে বাসায় আসেন। এসময় বেচেথ চিরানের বড় মেয়ে মায়া তাদের নাস্তা দিয়ে কর্মক্ষেত্রে চলে যান। বাড়ির দারোয়ান বলেন, সঞ্জীব তার তিন বন্ধু নিয়ে বিকেল ৩টার পর বের হয়ে যান। সন্ধ্যায় মায়ার জামাতা বাসায় গিয়ে মায়া ও বেচেথের মৃতদেহ দেখতে পান।
সন্ধ্যা ৭টায় পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
পুলিশ জানিয়েছে, এ ব্যাপারে তদন্ত কর দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে সিসি টিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে বলে জানানো হয়েছে। এ ঘটনায় সঞ্জীব চিরানসহ তার তিন বন্ধুকে খুঁজছে পুলিশ।
আজকের বাজার/আরজেড