তরুণ প্রজন্মের মাঝে সাহিত্যের প্রতি ভালোবাসা ছড়িয়ে দেয়ার প্রতিশ্রুতি নিয়ে রাজধানীর গুলশানে প্রথমবারের মতো আয়োজিত দুই দিনব্যাপী বইমেলা শনিবার শেষ হয়েছে।
গুলশান লেক পার্কে ১৫টিরও বেশি স্টল নিয়ে এ বইমেলার আয়োজন করে গুলশান সোসাইটি।
গুলশানের বাসিন্দারা ছাড়াও অন্যান্য স্থান থেকে আগতরা অংশ নেন প্রাণবন্ত এ সাহিত্য উৎসবে। স্বাস্থ্য সচেতন যেসব মানুষ প্রতিদিন শুলশান লেক পার্কে আসেন তাদের জন্য এ দুই দিন ছিল অন্যরকম সুখকর অভিজ্ঞতা।
ভবিষ্যতে নিয়মিতভাবে এ মেলা আয়োজিত হবে বলে সমাপনী দিনে আশা প্রকাশ করেন গুলশান সোসাইটির মহাসচিব শুক্লা সারওয়াত সিরাজ।
তিনি বলেন, ‘গুলশান এলাকার বাসিন্দাদের সুবিধার্থে এ মেলার ব্যবস্থা করা হয়েছে। অমর একুশে গ্রন্থমেলা এ এলাকা থেকে অনেক দূরে তাই এখানে একটি আলাদা বইমেলা গুলশানের বইপ্রেমীদের সহায়তা করবে।’
মেলার শেষ দিনে তুলনামূলকভাবে জনসমাগম বেশি ছিল।
এ ধরনের প্রয়োজনীয় উৎসব ভবিষ্যতেও আয়োজিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন দর্শনার্থীরা।
মেলা শেষ হওয়ার আগে একটি ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজকের বাজার/এমএইচ