রাজধানীর গ্রীনরোডে কমফোর্ট ডক্টরস চেম্বারের নীচতলায় ওয়েটিং রুমে একটি বিস্ফোরণের ঘটনায় ৪ জন শ্রমিক দগ্ধ হয়েছেন।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দগ্ধরা হচ্ছেন, মোঃ রাসেল (৩০), ফয়েজ (২৩), সুজন (১৯) ও রকিব (২২)।
বার্ণ ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানান, দগ্ধ ৪ জনেরই অবস্থা আশংকাজনক। এদের মধ্যে রাসেলের শরীরের ৬২ শতাংশ, ফয়েজের ৪০ শতাংশ, রকিবের ৩৭ শতাংশ ও সুজনের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে।
শ্রমিকরা সকালে কমফোর্ট হাসপাতালের একটি কক্ষে ডেকোরেশনের কাজ করছিলেন । এসময় এক শ্রমিক বৈদুতিক সুইচে হাত দেয়ার সাথে সাথে বিকট শব্দে আগুন লেগে যায়। বিষ্ফোরণের আওয়াজ শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন এবং দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটিতে নিয়ে যায়।