করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকিতে থাকা রাজধানীর সব এলাকায় জীবাণুনাশক ছিটানো হবে বলে শনিবার জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। নগরীতে ভাইরাস প্রতিরোধে জীবাণুনাশক পানি ছিটানো কার্যক্রমের উদ্বোধনকালে মন্ত্রী এ কথা বলেন। ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) ২০টি গাড়ি সিটি করপোরেশনের সাথে যৌথভাবে রাজধানীর বিভিন্ন স্থানে জীবাণুনাশক পানি ছিটাবে। তাজুল ইসলাম বলেন, ‘বিশ্বজুড়েই করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা গেছে। এ ভাইরাস থেকে বাঁচতে আমাদের আরও সচেতনতা প্রয়োজন। সরকার মহামারি আকারে ছড়িয়ে পড়া এ করোনাভাইরাস প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
‘রাজধানীর প্রধান প্রধান সড়কগুলোতে জীবাণুনাশক পানি ছিটানো হচ্ছে। যেসব এলাকায় জীবাণু পাওয়ার সম্ভাবনা রয়েছে সেসব এলাকায় জীবাণুনাশক ছিটাব। জীবাণুনাশক ছিটানোর জন্য সিটি করপোরেশনে পর্যাপ্ত গাড়ি না থাকায় ওয়াসাকে তাদের সাথে যুক্ত করা হয়েছে,’ যোগ করেন তিনি। এলজিআরডি মন্ত্রী আরও জানান, প্রস্তুতির অভাবে আগে জীবাণুনাশক ছিটানো যায়নি। রাজধানীর ৫০টি স্থানে হাত ধোয়া এবং মাস্ক সরবরাহ করার ব্যবস্থা করায় ওয়াসা কর্তৃপক্ষকে ধন্যবাদও জানান মন্ত্রী। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাসকিম এ খান এবং অন্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। সূত্র- ইউএনবি
আজকের বাজার/শারমিন আক্তার