বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ঢাকেশ্বরী আবাসিক এলাকা লকডাউন করা হয়েছে। করোনাভাইরাস আক্রান্ত একজনকে শনাক্তের পর রাজধানীর এই এলাকাটি লকডাউন করা হয়েছে বলে জানা গেছে।
লকডাউনের বিষয়টি নিশ্চিত করেছেন, আবাসিক এলাকার পরিবেশ কমিটির সভাপতি অধ্যাপক ড. প্রাণ কানাই সাহা। তিনি জানান, এই আবাসিক এলাকায় করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে, তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বুয়েট কর্তৃপক্ষ এলাকাটি লকডাউন করেছে।
তিনি আরো জানান, ঢাকেশ্বরী আবাসিক এলাকার বাসিন্দাদের আগামী ১৪ দিন যার যার বাসায় থাকার কথা বলা হয়েছে।
দেশে আইইডিসিআরের তথ্য অনুযায়ী করোনায় আক্রান্তের সংখ্যা ৩৩ জন। এর মধ্যে মারা গেছেন তিনজন। আর বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা এই ভাইরাসে মারা গেছে ১৫ হাজারের বেশি। করোনা ভাইরাসের বিস্তার রোধে এর আগে রাজধানীর মিরপুরের টোলারবাগের একটি এলাকা লকডাউন করে প্রশাসন।
আজকের বাজার / এ.এ