ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত ভালো ও কঠোর ছিল। এ কারণে ঈদে উল্লেখযোগ্য কোনো বড় অপরাধ সংঘটিত হয়নি।
রোববার (২৬ আগস্ট) ডিএমপি সদর দপ্তরে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনের ব্যবস্থা করেছি আমরা। নিজেরা ঈদের ছুটিতে না গিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা দিয়েছি। পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে।
সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ঢাকার পুলিশ প্রধান বলেন, নিরাপত্তার কারণে ঢাকা সিটিতেই নয়, সারা দেশে উল্লেখযোগ্য কোনো বড় অপরাধ সংঘটিত হয়নি। আবার নগরবাসী নিরাপদে গভীর রাত পর্যন্ত শপিং করেছেন, বাড়ি ফিরেছেন। বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল। নগরবাসী নিরাপদে উৎসবমুখর পরিবেশে নিজ নিজ গৌন্তব্যে পৌছেছেন। মানুষ ফিরে না আসা পর্যন্ত নিরাপত্তা অব্যাহত থাকবে।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আজকের বাজার/এমএইচ