অপরিপক্ক আম রাসায়নিক দিয়ে পাকিয়ে এবং মেয়াদোত্তীর্ণ পঁচা খেজুর পূনরায় প্যাকেটজাত করে বিক্রয় করায় রাজধানীর বাদামতলীর ১২টি আড়তে অভিযান চালিয়ে ৪১ লাখ টাকা জরিমানা এবং বিভিন্ন মেয়াদে তিনজনকে কারাদন্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমান আদালত।
এছাড়া অভিযানে ৪০ টন আম এবং ৪ টন খেজুর জব্দ করা হয়েছে। এসময় ৪টি আড়ত সিলগালা করে দেয় র্যাবের ভ্রাম্যমান আদালত। র্যাবের আইনও গনমাধ্যম শাখার সহকারী পরিচালক (মিডিয়া) সুজয় সরকার আজ বাসসকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ সকাল ৯টা থেকে শুরু করে দুপুর ৩টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।
সারোয়ার আলম বাসসকে বলেন, ১২টি আড়তকে ৪১ লাখ টাকা জরিমানার পাশাপাশি তিনজনকে কারাদন্ড দেয়া হয়।
তিনি আরও বলেন, আড়তের আম গুলো বাইরে থেকে দেখতে হলুদ টসটসে। কিন্তু ভেতরে একদম অপরিপক্ক। যে আমগুলো বিক্রি করা হচ্ছিল সেগুলো বাজারে আসতে আরও ১০ থেকে ১৫ দিন অপেক্ষা করতে হতো।
সারোয়ার আলম বলেন, র্যাব ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় যৌথভাবে এই অভিযান চালানো হয়। এসময় ৪টি আড়ত সিলগালা করে দেয়া হয়।