ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ৩৫০তম শাখা হিসেবে বাসাবো শাখা ১১ নভেম্বর ২০১৯, সোমবার ঢাকার মধ্য বাসাবোতে উদ্বোধন করা হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোঃ মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ঢাকা ইস্ট জোনপ্রধান মোহাম্মদ উলাহ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বাসাবো শাখাপ্রধান মোঃ রুহোল আমীন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সমাজসেবক মাসুদ হাসান শামীম, মোঃ মনির হোসেন, মোঃ গোলাম মোস্তফা, গোপীনাথ দাস ও আখতারুজ্জামান, নারী উদ্যোক্তা মাসুমা খানম রাণী, ব্যবসায়ী মোঃ শফিউদ্দিন এবং শিক্ষাবিদ আ ন ম মাঈন উদ্দিন সিরাজী। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, শিক্ষাবিদ, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মোঃ মাহবুব উল আলম প্রধান অতিথির ভাষণে বলেন, বাংলাদেশ আজ বিশ্বের সবচেয়ে দ্রুত অগ্রসরমান অর্থনীতির দেশ। দেশের উন্নয়ন অগ্রযাত্রা ও জাতীয় উন্নয়ন নীতিমালার সাথে সামঞ্জস্য রেখে ইসলামী ব্যাংক টেকসই উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে দেশ ও দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে। তিনি বলেন, ইসলামী ব্যাংক ধর্ম, বর্ণ, গোষ্ঠী নির্বিশেষে সকল মানুষের ব্যাংক। এ ব্যাংক দেশের সর্ববৃহৎ, শক্তিশালী ও শ্রেষ্ঠ ব্যাংকের মর্যাদা অর্জন করে আন্তর্জাতিক পরিমণ্ডলে পেশাদারিত্বের স্বীকৃতি অর্জন করে চলেছে। তিনি বলেন, কর্মকর্তাদের সততা, আন্তরিকতা, নিষ্ঠা ও পরিপালনের সংস্কৃতি এবং প্রযুক্তিগত দক্ষতা ব্যাংকটিকে আজকের এ পর্যায়ে নিয়ে এসেছে।
তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক ও গ্রিন ব্যাংকিং টেকসই উন্নয়ন ও টেকসই ব্যাংকিংয়ের পূর্বশর্ত। ইসলামী ব্যাংক সারাদেশে ৩৫০টি শাখা ও প্রায় ৭০০টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং করছে। তিনি বলেন, ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করার স্বপ্ন আজ ক্রমান্বয়ে বাস্তবায়নের পথে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে ইসলামী ব্যাংক সহযোগী ভুমিকা পালন করছে বলে জানান তিনি।