রাজধানীর বিভিন্ন এলাকায় পুনরায় গ্যাস সরবরাহ শুরু

আশুলিয়া গ্যাস স্টেশনে ত্রুটির কারণে রাজধানী ও আশেপাশের এলাকায় ২৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকার পর রোববার সকাল থেকে আবারও সরবরাহ শুরু করেছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)।

জিটিসিএলের জেনারেল ম্যানেজার বলেন, ‘আশুলিয়ায় ট্রান্সমিশন লাইনের ভালভ প্রতিস্থাপনের পর রোববার সকাল ১০টার দিকে গ্যাস সরবরাহ শুরু হয়।’

মিরপুর, মোহাম্মদপুর, কালাবগান, শ্যামলি, আগারগাঁও, ছাড়াও ধামরাই, আশুলিয়া, আমিনবাজার, সাভার ও মানিকগঞ্জসহ রাজধানীর আশপাশের কয়েকটি এলাকায় ভালভ ত্রুটির কারণে শনিবার সকালে কিছু জায়গায় সম্পূর্ণ বা কিছু জায়গায় আংশিক গ্যাস সরবাহ বন্ধ থাকে।

এতে ক্ষতিগ্রস্ত এলাকার হাজার হাজার পরিবার, কারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহ হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার কারণে ভোগান্তির শিকার হন।

তিতাস গ্যাস ঢাকা, সাভার ও মানিকগঞ্জে গ্যাস বিতরণ করে। আর জিটিসিএল সারা দেশে গ্যাস সরবরাহ করে থাকে। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ