যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি রক্ষণাবেক্ষণের জন্য শুক্রবার রাত থেকে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা ও পার্শ্ববর্তী অনেক জায়গায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
মিরপুর, মোহাম্মদপুর, কলাবাগান, শ্যামলী, আগারগাঁও ছাড়াও ধামরাই, আশুলিয়া, আমিনবাজার ও মানিকগঞ্জের অনেক বাসিন্দা গ্যাস না থাকার বিষয়টি জানান।
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা জানান, আশুলিয়ায় গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) ট্রান্সমিশন স্টেশনের ভালভে যান্ত্রিক ত্রুটি থাকার কারণে গ্যাস সরবরাহ বিঘ্নিত হয়। এজন্য ওই এলাকাগুলো গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে বলেও জানান কর্মকর্তারা।
ঢাকা শহর, সাভার ও মানিকগঞ্জে গ্যাস সরবরাহ করে সরকারি প্রতিষ্ঠান তিতাস কোম্পানি। জিটিসিএল সারা দেশে গ্যাস পৌঁছে দেয়।
তিতাসের গ্যাস ব্যবস্থাপক এনামুল হক জানান, স্টেশনের ভালভ প্রতিস্থাপন করে যান্ত্রিক সমস্যা সমাধানের জন্য কাজ করছে জিটিসিএল। আশা করা হচ্ছে, রবিবার সকালের মধ্যে কাজ সম্পন্ন হবে।
এদিকে তিতাসের গ্যাস উপ-মহাব্যবস্থাপক আনিসুর রহমান বলেন, যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে সেখানে গ্যাস সরবরাহ পরিস্থিতি উন্নত করার কোনো বিকল্প ব্যবস্থা তাদের কাছে নেই।
‘সেজন্য যান্ত্রিক ত্রুটির কাজ মেরামত না হওয়া পর্যন্ত এলাকাবাসীকে ধৈর্য ধরতে হবে,’ বলেন তিনি। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ