পবিত্র রমজান মাসে রাজধানীর ধানমন্ডির ঝিগাতলা এলাকায় ভেজালমুক্ত খাদ্য ও নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে বিশেষ অভিযান চলছে।
বুধবার (২৩ মে দুপুর থেকে এ অভিযান করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
অধিদফতরের ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল বলেন, দুপুর থেকে অভিযান শুরু হয়েছে। ২টা পর্যন্ত তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এছাড়া একটি প্রতিষ্ঠানকে সাময়িক বন্ধ করে দেয়া হয়েছে।
পঁচা ও বাসি খাবার বিক্রির দায়ে ধানমন্ডির ঝিগাতলার কড়াই গোস্তকে দেড় লাখ টাকা, সরকারি নির্ধারিত মুল্যের চেয়ে খাসির মাংসের দাম বেশি রাখার অভিযোগে বেঙ্গল মিটকে ৫০ হাজার টাকা, অতিরিক্ত মূল্য আদায় ও পণ্যের গায়ে বিক্রয়মূল্য লেখা না থাকায় মীনা বাজারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানের তদারকিতে রয়েছেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার। অভিযান পরিচালনা করছেন অধিদফতরের ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রজবী নাহার রজনী। সার্বিক সহযোগিতায় রয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)-১ ও ১১ এর সদস্যরা।
আজকের বাজার/আরআইএস