রাজধানীর ভাষানটেক এলাকা থেকে মাদকবিরোধী অভিযানে ১৪ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ জুলাই) সকালে পুলিশ ও কাউন্টার টেররিজমের সমন্বয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগ জানায়, অভিযানে মাদক বিক্রি ও সেবনের অপরাধে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় ১৭০ পিস ইয়াবা, ৩০ লিটার চোলাইমদ, দেড় কেজি গাঁজা ও ৩০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরজেড/