রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় একটি অ্যাম্ব্রয়ডারি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই কারখানার তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। শুক্রবার মধ্য রাতে আগুন লাগে। দগ্ধরা হলেন- মো. মাইনুদ্দীন (২১), আলামীন (২০) ও মো. মাসুম (১৭)।
স্থানীয় লোকজন জানান, রাত ২টার দিকে অ্যাম্ব্রয়ডারি কারখানাটিতে আগুন লাগে। খবর দেয়া হলে ফায়াসার্ভিসের কর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে তিনজন দগ্ধ হয়েছেন। তাদেরকে ফায়ার সার্ভিস কর্মীরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
এদিকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনেটর চিকিৎসকরা জানিয়েছেন, আগুনে মাঈনুদ্দীনের শরীরের ৮০ শতাংশ, আলামীনের ৭৫ শতাংশ ও মো. মাসুমের ৮০ শতাংশ শরীর দগ্ধ হয়েছে। তাদেরকে বার্ন ইউনিটের আইসিইউতে রাখা হয়েছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, শেওরাপাড়ায় আগুনের ঘটনায় দগ্ধ তিনজনকে শনিবার ভোর ৪টার দিকে ঢামেক হাসাপাতালে আনা হয়।
এস/