রাজধানীর যাত্রাবাড়ীতে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীর মিরহাজীরবাগ এলাকায় নিজ বাসায় শুক্রবার রাতে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। নিহতের নাম সুরিয়া বেগম (৪৫)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে ছেলেসহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাচ্চু মিয়া বলেন, আরও ছেলেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে আটক করেছে পুলিশ। সে মাদকাসক্ত বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সূত্র-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান