যাত্রাবাড়ীর কাজলায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত এবং আরো একজন আহত হয়েছে।
নিহতের নাম ইলিয়াছ ভূইয়া। তিনি সরকারি চাকরি করতেন। পুলিশ ট্রাক জব্দ করেছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে। রোববার দিবাগত রাতে হানিফ ফ্লাইওভারের ঢালে কাজলা নামক স্থানে ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে বারোটায় ইলিয়াস ভুঁইয়াকে মৃত ঘোষণা করেন।
নিহত ইলিয়াস ভুঁইয়া বি-বাড়িয়া সদর উপজেলার সাদেকপুর গ্রামের আবুল কাশেম এর ছেলে । তার স্ত্রী নাম কানিজ ফাতেমা মনি। সাত ভাই তিন বোনের মধ্যে তিনি ছিলেন বড়। বর্তমানে রমনার সার্কিট হাউজ থাকতেন।