রাজধানীতে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে আগুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছিল। আগুনের কারণে হাসপাতালের রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সন্ধ্যা ৬টা বাজার কিছু সময় আগে হাসপাতালের দ্বিতীয় তলার স্টোর রুমে আগুন জ্বলে ওঠে। পরে লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।’
এদিকে আগুনের খবর সাধারণ রোগীদের মাঝে ছড়িয়ে পড়লে তারা নিরাপদ গন্তব্য ছুটছেন। হাসপাতালের অন্যান্য ফ্লোর থেকে রোগীরা চলে যাচ্ছিলেন। কর্তৃপক্ষও তাদের নিরাপদ গন্তব্যে যেতে অনুরোধ করেন।
আজকের বাজার/এমএইচ