দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাজধানীর সদরঘাট থেকে নৌ চলাচল বন্ধ থাকার দুই ঘণ্টা পর আবার তা শুরু হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিবহন পরিদর্শক নিয়াজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (১০ মে) সকাল সাড়ে ১০টার দিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সদরঘাট থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়। এ সময় আটকা পড়ে যাতায়াতের অনেক নৌযান।
পরে আবহাওয়ার উন্নতি হওয়ায় বেলা সোয়া ১২টার দিকে নৌযানগুলো সদরঘাট থেকে ছাড়তে শুরু করে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, নদীবন্দরগুলোতে ২ নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে।
আজকের বাজার/একেএ