রাজধানীর সদর ঘাট থেকে দেশের বিভিন্ন গন্তব্যে নৌযান চলাচল সাময়িক বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বৃহস্পতিবার (১০ মে) সকাল সাড়ে ১০টায় বৈরি আবহাওয়ার কারণে এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটি’র জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নদীবন্দরগুলোতে ২ নম্বর সতর্ক সংকেত রয়েছে। এর মধ্যে ৬৫ ফুটের চেয়ে বেশি উচ্চতার নৌযান চলাচল করতে পারলেও অতিরিক্ত সতর্কতার জন্য সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।
আজকের বাজার/একেএ