রাজধানীর উত্তরখানের একটি বাসা থেকে মা-ছেলেসহ তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার রাত ৮টার দিকে উত্তরাখানের ময়নারটেকের মাউসাইদ (চা-পানের টেক) থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- মা জাহানারা খাতুন মুক্তা, ছেলে মুহিব হাসান রশি এবং প্রতিবন্ধী মেয়ে তাসফিয়া সুলতানা মিম। তাদের বাবা মৃত ইকবাল হোসেন।
তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের জগন্নাথপুরে। দক্ষিণখানের একতলা এই ভবনে চারটি ফ্ল্যাট। একটি ফ্ল্যাটে তারা থাকতেন। বাকি তিনটিতে অন্য ভাড়াটিয়ারা রয়েছে।
উত্তরখান থানার ওসি হেলাল উদ্দিন ডেইলি বাংলাদেশকে জানান,স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসি। বাইরে থেকে পচা গন্ধ পাওয়া যাচ্ছিল। দরজা ভেঙে দেখা যায় তিনটি মরদেহ মেঝেতে পড়ে আছে।
তিনি বলেন, মরদেহগুলো দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুই থেকে তিনদিন আগে তাদের মৃত্যু হয়েছে। শরীরে আঘাত রয়েছে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।
এ ঘটনায় রুম থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে, সেখানে লেখা ছিল, ‘আমাদের মৃত্যুর জন্য আমাদের ভাগ্য এবং আমাদের আত্মীয় স্বজনের অবহেলা দায়ী। আমাদের মৃত্যুর পর আমাদের সম্পত্তি দান করা হোক।’
ওই পরিবারের আত্মীয়দের খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি স্থানীয়দের সঙ্গে কথা বলে রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
আজকের বাজার/এমএইচ