রাজনীতিকে প্রতিবন্ধী করে রাখা হয়েছে

আজকেরবাজার প্রতিবেদক: বর্তমান সরকার রাজনীতিকে প্রতিবন্ধী বানিয়ে দেশের মানুষকে পঙ্গু করে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির উদ্যোগে ইলিয়াস আলীর গুমের ৫ বছর বিষয়ক এক আলোচনা সভায় তিনি এ কথা করেন।

শেখ হাসিনার ভূটান সফর নিয়ে বিএনপি নেতা বলেন, প্রধানমন্ত্রী এখনই প্রায় বিদেশ সফরে যাচ্ছেন। ভূটানে প্রতিবন্ধীদের আন্তর্জাতিক সংস্থার একটি সেমিনারে যোগ দিয়ে দেশে ফিরেছেন। কিন্তু তিনি রাজনীতিকে পুরোপুরি প্রতিবন্ধী বানিয়ে রেখেছেন। মানুষকে সম্পূর্ণ রুপে পঙ্গু করে দিয়েছেন। সেই দিক, তার কোনো খেয়াল নেই।

প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ভারতে গিয়ে শেখ হাসিনা কিছুই পাননি। প্রধানমন্ত্রী বলেছেন পানি মাঙ্গা, ইলেকট্রিসিটি পায়া, কুছ তো মিলা। মির্জা ফখরুল বলেন, আমাদের অবস্থা এখন কুছ তো মিলার মধ্যে। তিনি কখনই পানি আনতে পারবে না। কারণ তার সরকারে জনগণের সমর্থন নেই। তিনি যদি বাংলাদেশের জনগণের প্রতিনিধি হতেন, তাহলে তিস্তা চুক্তি সই না হওয়া পযর্ন্ত,অন্য কোনো চুক্তি সই করতেন না। তিনি এটাকে দরকশাকশির বড় হতিয়ার হিসেবে নিতে পারতেন, যে আগে তিস্তার পানিসহ ৫৪টি অভিন্ন নদীর পানির চুক্তি হবে, তারপর অন্য চুক্তি। কিন্তু তিনি তা করতে পারেননি কারণ তার সে শক্তি নেই।

বিএনপি নির্বাচনে না আসলেও নির্বাচন হবে, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের এমন বক্তব্যের সমালোচনা করে ফখরুল বলেন, আপনারা ২০১৪ সালেও, একক নির্বাচন করেছেন সেখানে বিরোধী দল নেই। এতে করে আপনাদের সেই নির্বাচন আন্তর্জাতিকভাবে এবং বাংলাদেশের মানুষের কাছে গ্রহযোগ্য হয়নি। নাসিমের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপিকে নির্বাচনে কিভাবে আনবেন সেই চিন্তা করুন। ঐ ভয় দেখিয়ে লাভ নেই যে বিএনপি নির্বাচনে না আসলে নিবন্ধন বাতিল হবে। বাংলাদেশের বৃহৎ রাজনৈতি দল বিএনপি। বিএনপি ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না বলেও হুশিয়ারি দেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, আমরা নির্বাচনে যেতে চাই। তবে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে। যেখানে একজন সহায়ক সরকার থাকবে, একই সাথে নিরপেক্ষ নির্বাচন কমিশন। অন্যথায় এদেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলে হুশিয়ারী দেন এই বিএনপি নেতা।

দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে ফখরুল বলেন, আওয়ামী লীগ এখন রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গেছে। তারা রাজনৈতিকভাবে বিএনপিকে মোকাবেলা করতে পারছে না। তাই মিথ্যা মামলা-হামলা করে, বিএনপিকে কোনঠাসা করতে চায়। আওয়ামী লীগ জানে যদি তারা বিএনপির নেতাদের নামে মামলা না দেয়, তবে তারা ইচ্ছামতো দেশ চালাতে পারবে না।

ঢাকা মহানগর বিএনপির নতুন কমিটির সদস্যদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, আপনারা রাজনৈতিক ভাবে সংঘ্যবদ্ধ হন। রাজনৈতিক পরিধি আরো বাড়ান। মহানগরের প্রতি মহল্লায় মহল্লায় বিএনপির কমিটি গঠন করে দুর্গ গড়ে তুলুন। যাতে করে ভবিষ্যতে আন্দোলনের মাধ্যমে একটি নির্বাচনের মধ্যদিয়ে বর্তমান সরকারের পতন ঘটিয়ে মানুষের কাংঙ্খিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা সম্ভব হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামন দুদু, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান হোসেল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব আরো অনেকে।

আজকেরবাজার:এস আর/এলকে/২০এপ্রিল,২০১৭