রাজনীতিতে এতো খারাপ সময় আগে আসেনি

বাংলাদেশের রাজনীতিতে এতো খারাপ সময় আর আসেনি বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়্যারম্যান শামসুজ্জামান দুদু।

তিনি বলেছেন, এখন শুধু ভয় আর আতঙ্ক নিয়ে চলতে হয়। আমাদের মধ্যে একটা সন্দেহ কাজ করছে যে, নিজের ছায়াকেও ভয় হয়। এই বুঝি আমাকে গাড়িতে তুলে নিয়ে যাবে।

বুধবার ১৯ জুলাই দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয় স্মরণ মঞ্চ আয়োজিত কবি, সাহিত্যক, রাজনীতিবিদ- সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর ৮৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘ইসমাইল হোসেন সিরাজীর জীবন ও রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ক্ষমতাসিনরা যদি পাঁচ জানুয়ারির মতো নির্বাচন করতে চায় তবে এ কথা আমাকে বলতেই হবে ছোট ছোট আন্দোলন দেখেছেন এবার হবে ইতিহাসের ভয়াবহ আন্দোলন। আর সেই আন্দোলনের মধ্যে দিয়েই নাগরিক সমাজের সরকার প্রতিষ্ঠিত হবে।

জাতীয় স্মরণ মঞ্চের আহ্বায়ক প্রকৌশলী মনিরুজ্জামান দেওয়ান মানিকের সভাপতিত্বে এবং সাংবাদিক জাকির হেসেনের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আব্দুল হাই শিকদার প্রমুখ।

নির্বাচন কমিশন প্রসঙ্গে দুদু বলেন, নির্বাচন কমিশন হলো পণ্ডিত, তারা দেখি সবই জানে। কারা থাকলে গ্রহণযোগ্য নির্বাচন হবে শুধু সেটাই জানে না। এখনো সময় আছে এক তরফা চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে ভাবুন, কি করে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়া যায়। তিন মাস আগে যদি আপনারা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে কাজ করবেন, তবে পাঁচ বছরের বেতন নেবেন কেন?

তিনি আরো বলেন, পুরো দেশটাই এখন কারাগার। আর এর রক্ষক হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতো খারাপ সময় বাংলাদেশের ইতিহাসে কখনও আসেনি। যারা জনগণের ট্যাক্সের টাকায় চলে তারাই আবার জনগনকে শাসন করে। সংসদ আছে, কিন্ত জবাবদিহিতা নেই।

আজকের বাজার: আরআর/ ১৯ জুলাই ২০১৭