রাজনীতিতে নারীর অংশগ্রহন বাড়াতে নারী সংগঠন গুলোকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির নবনির্বাচিত সভাপতি সোলায়মান আলম শেঠ । তিনি বলেন, প্রতিটা সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে নারীদের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।
২৭ জানুয়ারি চট্টগ্রাম নগর মহিলা পার্টির দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে জাপা নেতা জাহাঙ্গীর আলম বলেন, নারীর ক্ষমতায়নে জাতীয় মহিলা পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সংগঠনকে আরও গতিশীল করে তুলতে হবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দলের সাবেক সহ-সভাপতি আব্দুলাহ মিয়া, আবু জাফর কামাল, কামাল উদ্দিন তালুকদার, সাবেক নগর জাপার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল আলম দুলাল, মহিলা নেত্রী তাসলিনা মনি ও সুলতানা ইয়াসমিনসহ আরো অনেকে।
আজকের বাজার:এলকে/ ২৮ জানুয়ারি ২০১৮