রাজনীতির প্রতি আস্থা পুনরুদ্ধারে ছাত্রলীগকে দায়িত্ব নিতে হবে: মেয়র নাছির

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, রাজনীতির প্রতি জনআস্থা পুনরুদ্ধারের জন্য বর্তমান প্রজন্মের ছাত্রলীগকেই দায়িত্ব নিতে হবে।

আজ রোববার চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকার কাপাসগোলায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাচ্চুর ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন। বাচ্চু স্মৃতি সংসদ আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন মুজিব ইমরান বিপ্লব।

সভায় মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু, সংরক্ষিত কাউন্সিলর আনজুমান আরা বেগম, চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক মোজাহেরুল ইসলাম চৌধুরী প্রমূখ বক্তব্য রাখেন।

আ জ ম নাছির উদ্দিন বলেন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাচ্চু একজন পরিপূর্ণ ছাত্র নেতা ছিলেন। তিনি একাধারে রাজনীতিবিদ, সাংবাদিক, মেধাবী ছাত্র সর্বোপরি একজন ছাত্র সংগঠক ছিলেন। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান